Custom Search

Thursday, October 07, 2010

0 Comments

Selected proverbs of Humayun Azad (Part # 2)



: আমি এতো শক্তিমান আগে জানা ছিলো নাআজকাল মিত্র নয়, শত্রুদের সংখ্যা দেখে আত্মবিশ্বাস ফিরে পাই
: পা, বাঙলাদেশে, মাথার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণপদোন্নতির জন্যে এখানে সবাই ব্যগ্র, কিন্তু মাথার যে অবনতি ঘটছে, তাতে কারো কোনো উদ্বেগ নেই
: মূর্তি ভাঙতে লাগে মেরুদন্ড, মূর্তিপূজা করতে লাগে মেরুদন্ডহীনতা
: প্রাক্তন বিদ্রোহীদের কবরে যখন স্মৃতিসৌধ মাথা তোলে, নতুন বিদ্রোহীরা তখন কারাগারে ঢোকে, ফাঁসিকাঠে ঝোলে
: যতোদিন মানুষ অসৎ থাকবে, ততোদিন তার কোনো শত্রু থাকে না; কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে, তার শত্রুর কোনো অভাব থাকে না
: এখন পিতামাতারা গৌরব বোধ করেন যে তাঁদের পুত্রটি গুন্ডাবাসায় একটি নিজস্ব গুন্ডা থাকায় প্রতিবেশীরা তাঁদের সালাম দেয়, মুদিদোকানদার খুশি হয়ে বাকি দেয়, বাসার মেয়েরা নির্ভয়ে একলা পথ চলতে পারে, এবং বাসায় একটি মন্ত্রী পাওয়ার সম্ভাবনা থাকে
: তৃতীয় বিশ্বে নেতা হওয়ার জন্যে দুটি জিনিশ দরকার: বন্দুক ও কবর
: শিক্ষকের জীবনের থেকে চোর, চোরাচালানি, দারোগার জীবন অনেক আকর্ষনীয়এ-সমাজ শিক্ষক চায় না, চোর-চোরাচালানি-দারোগা চায়
: পুঁজিবাদের আল্লার নাম টাকা, মসজিদের নাম ব্যাংক
: আগে কারো সাথে পরিচয় হলে জানতে ইচ্ছা হতো সে কী পাশ? এখন কারো সাথে দেখা হলে জানতে          ইচ্ছা হয় সে  কী ফেল?
: শৃঙ্খলপ্রিয় সিংহের থেকে স্বাধীন গাধা উত্তম
: শ্রদ্ধা হচ্ছে শক্তিমান কারো সাহায্যে স্বার্থোদ্ধারের বিনিময়ে পরিশোধিত পারিশ্রমিক
: মিনিষ্টারশব্দের মূল অর্থ ভৃত্যবাঙলাদেশের মন্ত্রীদের দেখে শব্দটির মূল অর্থই মনে পড়ে
: আগে কাননবালারা আসতো পতিতালয় থেকে, এখন আসে বিশ্ববিদ্যালয় থেকে
: জনপ্রিয়তা হচ্ছে নেমে যাওয়ার সিঁড়িঅনেকেই আজকাল জনপ্রিয়তার পথে নেমে যাচ্ছে
: ব্যর্থরাই প্রকৃত মানুষ, সফলেরা শয়তান
: পরমাত্মীয়ের মৃত্যুর শোকের মধ্যেও মানুষ কিছুটা সুখ বোধ করে যে সে নিজে বেঁচে আছে
: একটি স্থাপত্যকর্ম সম্পর্কে আমার কোনো আপত্তি নেই, তার কোনো সংস্কারও আমি অনুমোদন করি না স্থাপত্যকর্মটি হচ্ছে নারীদেহ
: প্রতিটি দগ্ধ গ্রন্থ সভ্যতাকে নতুন আলো দেয়
: বাঙলার প্রধান ও গৌণ লেখকদের মধ্যে পার্থক্য হচ্ছে প্রধানেরা পশ্চিম থেকে প্রচুর ঋণ করেন, আর গৌণরা আবর্তিত হন নিজেদের মৌলিক মূর্খতার মধ্যে
: মহামতি সলোমনের নাকি তিনশো পত্নী, আর সাত হাজার উপপত্নী ছিলোআমার মাত্র একটি পত্নী, তবু সলোমনের চরিত্র সম্পর্কে কারো কোনো আপত্তি নেই, কিন্তু আমার চরিত্র নিয়ে সবাই উদ্বিগ্ন
: আধুনিক প্রচার মাধ্যমগুলো অসংখ্য শুয়োরবৎসকে মহামানবরূপে প্রতিষ্ঠিত করেছে
: পাকিস্থানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও
: নিজের নিকৃষ্ট কালে চিরশ্রেষ্ঠ ব্যক্তিদের সঙ্গ পাওয়ার জন্যে রয়েছে বই; আর সমকালের নিকৃষ্ট ব্যক্তিদের সঙ্গ পাওয়ার জন্যে রয়েছে টেলিভিশন ও সংবাদপত্র
: একনায়কেরা এখন গনতন্ত্রের স্তব করে, পুঁজিপতিরা ব্যস্ত থাকে সমাজতন্ত্রের প্রশংসায়
: বেতন বাঙলাদেশে এক রাষ্ট্রীয় প্রতারণা, এক মাস খাটিয়ে এখানে পাঁচদিনের পারিশ্রমিক দেয়া হয়
: পুরষ্কার অনেকটা প্রেমের মতো: দু-একবার পাওয়া খুবই দরকার, এর বেশি পাওয়া লাম্পট্য
: এক-বইয়ের পাঠক সম্পর্কে সাবধান
: অভিনেত্রীরাই এখন প্রাত:স্মরণীয় ও সর্বজন শ্রদ্ধেয়
: কবিরা বাঙলায় বস্তিতে থাকে, সিনেমার সুদর্শন গর্দভেরা থাকে শীতাতপনিয়ন্ত্রিত প্রাসাদে
: মানুষের ওপর বিশ্বাস হারালে পাপ, তবে বাঙালির ওপর বিশ্বাস রাখা বিপজ্জনক
: বুদ্ধিজীবীরা এখন বিভক্ত তিন গোত্রে: ভন্ড, ভন্ডতর, ভন্ডতম
: যে-বুদ্ধিজীবী নিজের সময় ও সমাজ নিয়ে সন্তষ্ট, সে গৃহপালিত পশু
: এখানকার একাডেমিগুলো সব ক্লান্ত গর্দভ; মূলো খাওয়া ছাড়া এগুলোর পক্ষে আর কিছু অসম্ভব
: জন্মান্তরবাদ ভারতীয় উপমহাদেশের অবধারিত দর্শনএ-অঞ্চলে একজন্মে পরীক্ষা দিতে হয়, আরেক জন্মে ফল বেরোয়, দু-জন্ম বেকার থাকতে হয়, এবং ভাগ্য প্রসন্ন হলে কোনো এক জন্মে চাকুরী মিলতেও পারে
: সুন্দর মনের থেকে সুন্দর শরীর অনেক আকর্ষনীয়, কিন্তু ভন্ডরা বলেন উল্টো কথা
: বাঙলাদেশে কয়েকটি নতুন শাস্ত্রের উদ্ভব ঘটেছে; এগুলো হচ্ছে স্তুতিবিজ্ঞান, স্তবসাহিত্য, সুবিধাদর্শন ও নমস্কারতত্ত্ব
: এখানে অসতেরা জনপ্রিয়, সৎ মানুষেরা আক্রান্ত
: টেলিভিশন, নিকৃষ্ট জিনিসের এক নম্বর পৃষ্ঠপোষক, হিরোইন প্যাথেডিনের থেকেও মারাত্মকমাদক গোপনে নষ্ট করে কিছু মানুষকে, টেলিভিশন প্রকাশ্যে নষ্ট করে কোটি কোটি মানুষকে
: পৌরাণিক পুরুষেরা সামান্য অভিজ্ঞতা ভিত্তি করে অসামান্য সব সিদ্ধান্ত নিতেন যযাতি পুত্রের কাছে যৌবন ধার করে মাত্র এক সহস্র বছর সম্ভোগের পর সিদ্ধান্তে পৌঁছেন যে সম্ভোগে কখনো তৃপ্তি আসেনা! এতো বড়ো একটি সিদ্ধান্তের জন্যে সহস্র বছর খুবই কম সময়: আজকাল কেউ এতো কম অভিজ্ঞতায় এতো বড়ো একটি সিদ্ধান্ত নেয়ার সাহস করবে না
: অভিনেতারা সব সময়ই অভিনেতা; তারা যখন বিপ্লব করে তখন তারা বিপ্লবের অভিনয় করেএটা সবাই বোঝে, শুধু তারাই বোঝে না
: পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ; কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারে নি
: মৌলিকতা হচ্ছে মঞ্চ থেকে দূরে অবস্থান
: বাঙালি একশো ভাগ সৎ হবে, এমন আশা করা অন্যায়পঞ্চাশ ভাগ সৎ হলেই বাঙালিকে পুরষ্কার দেয়া উচিত
: একজন চাষী বা নদীর মাঝি সাংস্কৃতিকভাবে যতোটা মূল্যবান, সারা সচিবালয় ও মন্ত্রীপরিষদ ও ততোটা মূল্যবান নয়
: নিন্দুকেরা পুরোপুরি অসৎ হতে পারে না, কিছুটা সততা তাঁদের পেশার জন্যে অপরিহার্য; কিন্তু প্রশংসাকারীদের পেশার জন্যে মিথ্যাচারই যথেষ্ট
: প্রতিটি বিজ্ঞাপণে পণ্যটির থেকে পণ্যাটি অনেক লোভনীয়; তাই ব্যর্থ হচ্ছে বিজ্ঞাপণগুলোদর্শকেরা পণ্যের থেকে পণ্যাটিকেই কিনতে ও ব্যবহার করতে অধিক আগ্রহ বোধ করে
: কোনো দেশের লাঙলের রূপ দেখেই বোঝা যায় ওই দেশের মেয়েরা কেমন নাচে, কবিরা কেমন কবিতা লেখেন, বিজ্ঞানীরা কী আবিষ্কার করেন, আর রাজনীতিকেরা কতোটা চুরি করে
: এদেশে সবাই শিক্ষানুরাগী ও সমাজসেবক: দারোগার শোকসংবাদেও লেখা হয়, ‘তিনি শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন’!
: শিল্পকলা হচ্ছে নিরর্থক জীবনকে অর্থপূর্ণ করার ব্যর্থ প্রয়াস
: ভক্ত শব্দের অর্থ খাদ্যপ্রতিটি ভক্ত তার গুরুর খাদ্যতাই ভক্তরা দিনদিন জীর্ণ থেকে জীর্ণতর হয়ে আবর্জনায় পরিণত হয়
: সৌন্দর্য রাজনীতির থেকে সব সময়ই উৎকৃষ্ট
: স্তবস্ততি মানুষকে নষ্ট করেএকটি শিশুকে বেশি স্ততি করুন, সে কয়েক দিনে পাক্কা শয়তান হয়ে উঠবেএকটি নেতাকে স্ততি করুন, কয়েকদিনের মধ্যে দেশকে সে একটি একনায়ক উপহার দেবে
: ধনীরা যে মানুষ হয় না, তার কারন ওরা কখনো নিজের অন্তরে যায় না, দু:খ পেলে ওরা ব্যাংকক যায়, আনন্দে ওরা আমেরিকা যায়কখনো ওরা নিজের অন্তরে যেতে পারে না, কেননা অন্তরে কোনো বিমান যায় না
: বাঙলাদেশের রাজনীতিকেরা স্থূল মানুষ, তারা সৌন্দর্য বোঝে না বলে গণতন্ত্র বোঝে না; শুধু লাইসেন্স-পারমিট-মন্ত্রীগিরি বোঝে
: এমন এক সময় আসে সকলেরই জীবনে যখন ব্যর্থতাগুলোকেই মনে হয় সফলতা, আর সফলতাগুলোকে মনে হয় ব্যর্থতা
: রাজনীতি ও সংস্কৃতি সম্পূর্ণ বিপরীত বস্তু: একটি ব্যাধি অপরটি স্বাস্থ্য
: আগে প্রতিভাবানেরা বিদেশ যেতো; এখন প্রতিভাহীনেরা নিয়মিত বিদেশ যায়
: কারো প্রতি শ্রদ্ধা অটুট রাখার উপায় হচ্ছে তার সাথে কখনো সাক্ষাৎ না করা
: উচ্চপদে না বসলে এদেশে কেউ মূল্য পায় নাসক্রেটিস এদেশে জন্ম নিলে তাঁকে কোনো একাডেমির মহাপরিচালক পদের জন্যে তদ্বির চালাতে হতো
: সব ধরনের অভিনয়ের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রাজনীতি; রাজ নীতিকেরা অভিনয় করে সবচেয়ে বড়ো মঞ্চে ও পর্দায়

0 Comments:

Post a Comment